২০২৫-এর শেষ ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবারের এই অনুষ্ঠানে, সংবিধান থেকে শুরু করে মহাকুম্ভ, ম্যালেরিয়া, ক্যান্সার নিরাময়, এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন তিনি৷ ‘মন কি বাত’-এর ১১৭তম পর্বে তিনি তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নিলেন সকলের সঙ্গে৷
মোদীর রবিবাসরীয় ‘মন কি বাত’
মোদী বলেন, আগামী ১৩ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে। এখানে কোনও বৈষম্য নেই, কেউ বড় নন, কেউ ছোট নন। এটি হল ঐক্যের মহাকুম্ভ। এর বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্র্যর মধ্যেও রয়েছে।”
মোদী বলেন, এবার ‘ডিজিটাল মহাকুম্ভ’র সাক্ষী থাকবেন গোটা দেশবাসী। এবারই প্রথম ব্যবহৃত হবে এআই চ্যাটবট। ১১টি ভাষায় কুম্ভ সংক্রান্ত তথ্য দেবে এটি।
আরও পড়ুন: PM Modi: Dominica’র সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
এও জানা গিয়েছে, এবারের কুম্ভমেলায় নজরদারির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হবে। মেলায় কেউ হারিয়ে গেলে, এই ক্যামেরার মাধ্যমেই তাকে খুঁজে বের করা সহজ হবে৷
মোদী বলেন, ‘আসন্ন সাধারণতন্ত্র দিবসে আমাদের সংবিধান বাস্তবায়নের ৭৫ বছর পূর্তি উদযাপন করব ৷ এটা আমাদের সকল দেশবাসীর কাছে খুবই গর্বের বিষয়৷ আমি ব্যক্তিগতভাবে যে জায়গায় পৌঁছেছি, তার পিছনে সংবিধানের অবদান রয়েছে৷ সংবিধানের উত্তরাধিকারের সঙ্গে দেশের নাগরিকদের যুক্ত করতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে।’
এছাড়া রবিবারের এই অনুষ্ঠানে (Mann Ki Baat) ক্যানসার চিকিৎসার মতো বিষয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ক্যানসার চিকিৎসায় আয়ুষ্মান ভারত যোজনার বড় অবদান রয়েছে। সময়মতো চিকিৎসার অর্থ হল একজন ক্যানসার রোগীর চিকিৎসা ৩০ দিনের মধ্যে শুরু করা এবং ‘আয়ুষ্মান ভারত যোজনা’র এতে বড় ভূমিকা রয়েছে।’