৫৯তম জন্মদিন পালন করলেন সলমন খান (Salman Khan)৷ আর এই উপলক্ষে তাঁর নতুন ছবি সিকান্দার-এর টিজার মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছিলেন বলিউডের ‘ভাইজান’৷ তবে, শুক্রবার রাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এ প্রয়াণে পরিস্থিতিই পুরো পাল্টে যায়। শোকের ছায়া দেশজুড়ে৷ আর এই পরিস্থিতিতে ‘Sikandar’-এর টিজার মুক্তির সিদ্ধান্ত স্থগিত রাখলেন সলমন এবং ছবি নির্মাতারা৷
‘Sikandar’ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর, সকাল ১১টায় ছবির টিজার প্রকাশ পাবে৷ তাই আরও একটু অপেক্ষা৷
উল্লেখ্য, শুক্রবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে AIIMS-এ ভর্তি করা হয়। কিন্তু বহু চেষ্টা করেও শেষরক্ষা করা সম্ভবপর হয়নি৷
আরও পড়ুন: Manmohan Singh: ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
এদিকে ‘দাবাং’, ‘ভাইজান’, ‘টাইগার’-এর পর এবার ‘Sikandar’ অবতারে বাজিমাত করতে প্রস্তুত সলমন (Salman Khan)। আগামী বছর ইদে এই ছবি মুক্তি পাওয়ার কথা৷