এই মুহূর্তে বিনোদন জগতের সংবাদ শিরোনামে অনীক চৌধুরী পরিচালিত ছবি ‘দ্য জেব্রাজ’৷ কারণ, Oscars-এর শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার সামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই ছবিটি৷ স্বভাবতই একটা এক্সাইটমেন্ট কাজ করছে ছবির কলাকুশলী থেকে শুরু করে আপামর অনুরাগীদের মধ্যে৷
ছবিতে কারা রয়েছেন?
অনীক চৌধুরী পরিচালিত ‘দ্য জেব্রাজ’ ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়কে৷
কোন কোন বিভাগের লড়াইয়ে সামিল?
এই ছবিটি, আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয় এবং সেরা চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ বিভাগে (Oscars) মনোনয়নের জন্য শেষ পর্যায়ের দৌড়ে রয়েছে৷
আরও পড়ুন: KIFF 2024: ‘বাংলায় এসে সিনেমা করুন’, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে আবেদন Mamata’র
ছবির বিষয়বস্তু
জানা গিয়েছে, ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মানবতার মধ্যে যে আক্রমণাত্মক সহাবস্থান, তার মানবিক ও দার্শনিক পার্থক্যের গল্পই দেখা যাবে এই ছবিতে৷