Wednesday, December 25, 2024
HomeBreakingShyam Benegal: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

Shyam Benegal: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal)। গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন বহু খ্যাতনামারা। তাঁর চলে যাওয়াতে শোকপ্রকাশ করেছেন গুনমুগ্ধরা।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন

জানা গিয়েছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক (Shyam Benegal)। কিডনির সমস্যাও ছিল তাঁর। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত তাঁকে। একাধিক শারীরিক সমস্যা থাকলেও কাজই ছিল তাঁর প্রায়োরিটি। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: Zakir Hussain: প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকস্তব্ধ ভক্তমহল

প্রসঙ্গত, সত্তর এবং আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে একের পর এক মণি-মানিক্য উপহার দিয়েছেন তিনি (Shyam Benegal)। ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, এমনই বহু ছবি করেছেন তিনি।

শারীরিক অসুস্থতাও তাঁকে (Shyam Benegal) কাবু করতে পারেনি। ছবির কাজ থামেনি কোনও পরিস্থিতিতেই। ২০২৩-এ মুক্তি পেয়েছিলেন তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।

ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শ্যাম বেনেগাল। এমন কিংবদন্তি পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত অনুরাগী।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular