মুর্শিদাবাদের পর এবার ক্যানিং। ফের একবার বাংলাতে জঙ্গি সন্দেহে ধরা (Terrorist Arrested) পড়ল এক ব্যক্তি। আর ধরা পড়ার পর থেকেই একের পর এক যে সব তথ্য সামনে আসছে তা চমকে দেওয়ার মতো! জানা গিয়েছে, এবার নাকি কাশ্মীরের যোগ রয়েছে ধৃতের সঙ্গে। নাম জাভেদ মুন্সি। প্রশ্ন উঠছে, ঠিক কী করতে কাশ্মীর থেকে কলকাতায় এসেছিল জাভেদ?
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, শাল ব্যবসায়ী হয়ে এসে বাংলায় নাশকতার ছক বুনছিল জাভেদ মুন্সি! জম্মু-কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে ইতিমধ্যে গ্রেফতার (Terrorist Arrested) করা হয়েছে তাকে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঢালিপাড়া থেকে তাকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
কে এই জাভেদ মুন্সি?
সূত্রের খবর, জঙ্গি সংগঠন নাম তেহরিক-উল-মুজাহিদিনের লক্ষ্য ছিল ‘কাশ্মীরের স্বাধীনতা’। বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে ২০১৯ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই জঙ্গি সংগঠনেরই সদস্য ছিল জাভেদ। পাকিস্তান থেকে নাকি অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছে জাভেদ। সে একজন আইইডি এক্সপার্ট-ও।
আরও পড়ুন: Yogi Adityanath : যোগীকে খুনের হুমকি! গ্রেফতার মালদার এক ব্যক্তি
কী বললেন সুকান্ত মজুমদার?
এদিকে ক্যানিংয়ে জঙ্গি গ্রেফতার (Terrorist Arrested) প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, ‘পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফন্দি আঁটতে পারে। ভারতবর্ষের জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চক্র চলছে। আমার ব্যক্তিগত মত, এদের কাজের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা আন্তর্জাতিক চক্র। আর এরা এপিসেন্টার হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে।’