শনিবার ছিল মরসুমের সবচেয়ে ছোট দিন। আর এদিন একটানা টিপটিপ বৃষ্টি হলেও রবিবারের ছবিটা একেবারেই আলাদা৷ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। জানা গিয়েছে, কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে এও বলা হচ্ছে (West Bengal Weather) যে, রবিবার বৃষ্টি না হলেও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে।
পূর্বাভাস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather) অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোম, মঙ্গলবার মোটামুটি তাপমাত্রা একই থাকলেও, বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর সপ্তাহজুড়ে একইরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে জাঁকিয়ে শীত পড়বে না বলেই মনে করা হচ্ছে৷
পূর্বাভাস বলছে, তাপমাত্রা মোটামুটি ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী ৪-৫ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে। পাশাপাশি, আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও প্রায় একই রকম থাকবে৷
আরও পড়ুন: WB Winter: পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ! কী বলছে পূর্বাভাস?
এদিকে, রাজধানীর দিকে নজর রাখলে দেখা যাবে, জাঁকিয়ে শীত যেমন পড়েছে, তেমনই ধোঁয়াশার পুরু চাদরেও ঢেকেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা৷ তবে এই শীতেও দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে। মুম্বইয়ের ক্ষেত্রে তা ‘সন্তোষজনক’ না হলেও দিল্লির থেকে উন্নত অবস্থায় রয়েছে৷ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তথ্য অনুযায়ী, রবিবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৮৬, অন্যদিকে মুম্বইয়ের বাতাসের গুণমান সূচক ছিল ১৭৬৷