আজ লোকসভায় কেন্দ্র সরকার ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation One Election) বিল পেশ করতে চলেছে। জানা যাচ্ছে, দুপুর ১২টায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু ও কাশ্মীর ও পুদুচেরির জন্য পৃথকভাবে বিল পেশ হবে।
কী জানা গিয়েছে?
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংসদের নিম্ন কক্ষে বিলটি (One Nation One Election) পেশ করবেন বলে জানা গিয়েছে। সমস্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: Gautam Adani Row: ‘আজই আদানিকে গ্রেফতার করা হোক,’ দাবি Rahul Gandhi’র
উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation One Election) সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিল। কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিলের বিরোধিতা করেছে শুরু থেকেই। তাদের মতে,
- যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ‘এক দেশ, এক নির্বাচন’ সম্ভব নয়
- বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিধানসভার মেয়াদ শেষ হয়
- সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা বিজেপির আগ্রাসী প্রচারের মুখে ভেঙে পড়তে পারে
অন্যদিকে, ‘এক দেশ, এক নির্বাচন’-এর (One Nation One Election) পক্ষে কেন্দ্রীয় সরকারের যুক্তি হল-
- একবার নির্বাচন হলে বিপুল খরচে রাশ টানা যাবে
- সরকার এবং রাজনৈতিক দলগুলির খরচ কমবে
- সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ বার বার ব্যাহত হবে না
- ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের পরিশ্রম কমবে
- ভোটের হার বাড়তে পারে