সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই নিয়েই শনিবার থেকে ফের উত্তপ্ত বাংলা৷ এদিন সকাল থেকেই ফের প্রতিবাদের স্লোগান ওঠে৷
ফের উত্তপ্ত তিলোত্তমা
এদিকে, শনিবার আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং মেডিক্যাল সার্ভিস সেন্টারের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান করে৷ করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হাঁটেন জুনিয়র ডাক্তার-সহ প্রায় কয়েকশো সাধারণ মানুষ ৷ উপস্থিত ছিলেন অভয়ার বাবা-মা-ও৷
আরও পড়ুন: RG Kar Case: চার্জশিটের অভাবে জামিন সন্দীপ-অভিজিতের, CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন!
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স প্রতিবাদে ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ডিসেম্বরের ১৭ থেকে ২৬ তারিখ ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসবেন তাঁরা। রবিবারই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁরা বলেছেন, মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে মেইল করা হয়েছএ সংগঠনের পক্ষ থেকে৷
সন্দীপ এবং অভিজিতকে জামিন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার মা বলেন ‘এই ঘটনায় আমি খুবই হতাশ। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেল৷… আমি তো সিবিআই নই। তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওঁদের জামিন হয়ে গিয়েছে। চূড়ান্ত হতাশ।’