Wednesday, December 18, 2024
HomeBreakingZakir Hussain: জাকির হুসেনের মৃত্যুর খবরে ধোঁয়াশা! 'শিল্পী বেঁচে আছেন', দাবি আত্মীয়ের

Zakir Hussain: জাকির হুসেনের মৃত্যুর খবরে ধোঁয়াশা! ‘শিল্পী বেঁচে আছেন’, দাবি আত্মীয়ের

চলে গেলেন উস্তাদ জাকির হুসেন, রবিবাসরীয় রাতে এমন খবরই ছড়িয়ে গিয়েছিল সর্বত্র৷ তবলার যাদুকরের অগণিত ভক্তমহল সেই খবরে কার্যত শোকবিহ্বল হয়ে পড়েছিল৷ কিন্তু কিছু পরেই জানা যায়, তবলা বাদকের মৃত্যু সংক্রান্ত খবর সঠিক নয়৷ তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়৷ আইসিইউতে চিকিৎসাধীন তিনি। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷

গুরুতর অসুস্থ ছিলেন জাকির হুসেন

সূত্রের খবর, ৭৩ বছর বয়সী তবলা সম্রাটের (Zakir Hussain) রক্তচাপের সমস্যা ছিল। গত সপ্তাহ থেকে হার্টের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হতে হয় শিল্পীকে৷

দীর্ঘদিন ধরেই তিনি (Zakir Hussain) শারীরিক সমস্যায় ভুগছিলেন।  রবিবার শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে আইসিইউতে নিয়ে আসা হয়। বিকেলের পর থেকে আরও অবস্থার অবনতি হচ্ছিল বলে জানা যায়৷

আরও পড়ুন: Elton John: ‘দৃষ্টিশক্তি হারিয়েছি’, জানালেন জনপ্রিয় গায়ক এলটন জন

উল্লেখ্য, ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তবলাবাদক (Zakir Hussain) হিসেবে সফর শুরু করেন তিনি। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি, কী নেই তাঁর ঝুলিতে! তবলা সম্রাটের আকস্মিক মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ কিন্তু পরে ফের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই খবরও উঠে আসে যে, শিল্পী বেঁচে রয়েছেন, তবে তাঁর অবস্থা সঙ্কটজনক৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular