Wednesday, December 18, 2024
HomeBreakingRG Kar Case: চার্জশিটের অভাবে জামিন সন্দীপ-অভিজিতের, CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন!

RG Kar Case: চার্জশিটের অভাবে জামিন সন্দীপ-অভিজিতের, CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন!

আরজি কর হাসপাতালের (RG Kar Case) ভিতরে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো গুরুতর ঘটনায় জামিন পেয়ে গেলেন হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং থানার কর্তব্যরত ওসি অভিজিৎ মণ্ডল৷ তাঁদের বিরুদ্ধে ৯০ দিনেও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তাই জামিন হয় তাঁদের৷ গোটা ঘটনায় হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার মা৷

কী বললেন নির্যাতিতার মা?

৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। আর এই কারণেই শুক্রবার শিয়ালদা আদালত দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। এই খবর জানার পরেই চৃড়ান্ত হতাশ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্যাতিতার মা বলেন ‘এই ঘটনায় আমি খুবই হতাশ। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেল৷… আমি তো সিবিআই নই। তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওঁদের জামিন হয়ে গিয়েছে। চূড়ান্ত হতাশ।’

আরও পড়ুন: RG Kar Case: কারণ দেখিয়ে আরজি কর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার

প্রসঙ্গত, তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ এবং অভিজিৎ। তবে তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। তবে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল, কারণ তিনি একটি মামলাতে (RG Kar Case) গ্রেফতার হয়েছিলেন৷

শুক্রবার, সন্দীপ ঘোষের জামিনের খবর প্রকাশ্যে আসতেই হতাশা ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের মধ্যেও।এতদিন যারা আরজি করের (RG Kar Case) ঘটনায় আন্দোলনে নেমেছিলেন তাঁরাও হতাশ। প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI?

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular