Wednesday, December 18, 2024
HomeBreakingAllu Arjun: গ্রেফতার দক্ষিণী তারকা অল্লু অর্জুন!

Allu Arjun: গ্রেফতার দক্ষিণী তারকা অল্লু অর্জুন!

গত ৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানার ‘পুষ্পা ২’। মুক্তির প্রথম দিন ঝড় তুলেছে ছবি। প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও যে বক্স-অফিসে ম্যাজিক দেখাবে, তেমনটাই আশা সকলের। তবে এসবের মধ্যেই এল বড় খবর। অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ।

Actor Allu Arjun arrested in Sandhya Theatre stampede case
Actor Allu Arjun arrested in Sandhya Theatre stampede case

কোন মামলায় গ্রেফতার?

অল্লুকে (Allu Arjun) গ্রেফতারের খবর নিমেষে ছড়িয়ে পড়েছে। দক্ষিণের এই জনপ্রিয় তারকাকে কেন গ্রেফতার হতে হল সেই প্রশ্ন উঠতেই, জানা গিয়েছে, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জন প্রাণ হারান। কয়েক জন আহও হন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা। এই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন: Mushtaq Khan: ‘স্ত্রী ২’ খ্যাত অভিনেতা মুস্তাককে অপহরণের অভিযোগ! টানা ১২ ঘন্টা নির্যাতন!

উল্লেখ্য, ৪ ডিসেম্বর মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়। তাঁর ৮ বছরের সন্তানও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Actor Allu Arjun arrested in Sandhya Theatre stampede case
Actor Allu Arjun arrested in Sandhya Theatre stampede case

হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় শুক্রবার অল্লু অর্জুনকে গ্রেফতার করে। অভিনেতাকে (Allu Arjun) চিক্করপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গোটা ঘটনায় স্তম্ভিত অল্লুর অনুগামীরা!

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular