Tuesday, December 17, 2024
HomeBreakingIran: হিজাব ছাড়া, খোলোমেলা পোশাকে অনলাইন কনসার্ট করে বিপাকে শিল্পী!

Iran: হিজাব ছাড়া, খোলোমেলা পোশাকে অনলাইন কনসার্ট করে বিপাকে শিল্পী!

বিপাকে ইরানের শিল্পী Parastoo Ahmadi! জানা গিয়েছে, হিজাব ছাড়াই একটি অনলাইন কনসার্টে পারফর্ম করেন তিনি। ইরানে (Iran) মহিলাদের পোশাক-বিধি ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আহমাদি এবং এই কনসার্টে তাঁর সহযোগীদের বিরুদ্ধে ইরানের বিচার বিভাগ আইনি পদক্ষেপ নেবে বলে বৃহস্পতিবার জানা যায়।

Iranian Singer Faces Prosecution
Iranian Singer Faces Prosecution

আর কী জানা গিয়েছে?

অনলাইন এই কনসার্টে আহমাদিকে বেয়ার-শোল্ডার্ড কালো পোশাকে দেখা যায়। তাঁর সঙ্গে তাঁর তিন জন ব্যান্ড-মেম্বারও ছিলেন। ইরানের (Iran) আইন অনুযায়ী, জনসমক্ষে আসার আগে মহিলাদের নিজেদের মাথা ঢেকে নিতে হয়, এবং জনসমক্ষে মহিলাদের একা গান গাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। আর দু’টিই নাকি অমান্য করেছেন ওই শিল্পী!

আরও পড়ুন: Kash Patel: ভারতীয় বংশোদ্ভূতকে FBI-এর ডিরেক্টর করলেন ট্রাম্প

এর আগে একাধিক বার পোশাকবিধির বিরুদ্ধে সমাজমাধ্যমে সরব হয়েছেন পারাস্তু আহমাদি। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যাও অনেক। ২০২২-২৩ সালে পোশাকবিধির বিরুদ্ধে ইরানে (Iran) যে প্রতিবাদ হয়েছিল, সে সময়ও হিজাব ছাড়া গান গেয়ে একাধিক ভিডিও পোস্ট করেছিলেন শিল্পী। একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘আমি পারাস্তু, আমি চুপ করে থাকতে পারব না। আমি আমার দেশকে ভালবাসি এবং এই দেশের জন্য আমি গান গাওয়া থামাতে পারব না।’ আহমাদি দর্শক-শ্রোতাদের উৎসাহ দিয়ে বলেন, ‘এই কাল্পনিক কনসার্টে আমরা গান শোনো এবং একটা মুক্ত-সুন্দর দেশের স্বপ্ন দেখো।’

Iranian Singer Faces Prosecution
Iranian Singer Faces Prosecution

প্রসঙ্গত, ইরানে (Iran) মহিলাদের বিরুদ্ধে আইন আরও কঠোর হতে চলেছে। শুক্রবারই নতুন আইন আসার কথা। পোশাকবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে আরও কঠোর শাস্তির নিদান দিতে পারে ইরান সরকার!

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular