আরজি কর মামলা (RG Kar Case) থেকে সরে দাঁড়ালেন অভয়ার পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভার। ‘কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতি’কে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে, সূত্রের খবর বেশ কয়েকটি বিষয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে মতানৈক্য হওয়াতে এই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।
কেন এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?
এই দায়িত্ব (RG Kar Case) ছাড়ার প্রসঙ্গে বৃন্দা গ্রোভার বলেছেন, ‘‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট আদালতকেও জানিয়ে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে প্রতিদিন নিয়ম মেনে নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’’
আরও পড়ুন: RG Kar Case: ‘ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে ফের ‘বিস্ফোরক’ সঞ্জয় রায়!
সুপ্রিম কোর্টে শুনানিতে বৃন্দা গ্রোভার জানান, “৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহের আগে ট্রায়াল শেষ হয়ে যাবে।” মামলার পরবর্তী শুনানি মার্চ মাসের ১৭ তারিখ।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় (RG Kar Case) রাজ্য, দেশ, এমনকি বিদেশের মাটিতেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। প্রথমে নির্যাতিতার পরিবারের পক্ষে দাঁড়িয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল করা হয় এবং দায়িত্বে আসেন বৃন্দা।