সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। মুর্শিদাবাদের (Murshidabad Blast) সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বোমা বিস্ফোরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কী জানা গিয়েছে?
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ খয়েরতলায় (Murshidabad Blast) একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয় তিনটি ছিন্নভিন্ন দেহ।
জানা যায়, মৃতদের নাম সাকিরুল সরকার(২৯), মামন মোল্লা(২১) এবং মুস্তাকিন শেখ(৩৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিবারের সদস্যদের দাবি, এলাকায় (Murshidabad Blast) কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়ে থাকতে পারে!
আরও পড়ুন: Kalighater Kaku: নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’
ইতিমধ্যেই এলাকায় (Murshidabad Blast) পুলিশ উপস্থিত হয়ে তদন্তে নেমেছে। কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, এর সঙ্গে কোন বড় চক্রের জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে কীভাবে বোমা বাঁধার কাজ চলছিল, তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।