Calcutta High Court grants bail to Kalighater Kaku aka Sujay Krishna Bhadra
Calcutta High Court grants bail to Kalighater Kaku aka Sujay Krishna Bhadra

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একাধিক শর্তে কলকাতা হাইকোর্টে জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করেন।

কোন কোন শর্তে জামিন?

বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater Kaku)। প্রথমত, মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না। দ্বিতীয়ত, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।তৃতীয়ত, তাঁকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না তিনি এবং নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না সুজয়কৃষ্ণ।

আরও পড়ুন: Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ

তবে, CBI-এর মামলায় এখনও হেফাজতে রয়েছেন তিনি (Kalighater Kaku), ফলে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুজয়কৃষ্ণ।

এদিকে, শুক্রবারই ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে নতুন করে তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করল সিবিআই।

উল্লেখ্য, এক কথোপকথনের রেকর্ডিংয়ের সূত্র ধরে গত বছর ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku) গ্রেফতার হয়েছিলেন। এর আগে তাঁর জামিন মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। পরে এই মামলার বিচার বিভাগীয় বিষয়ে বদল হওয়ায় তা আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।

SHARE