সংবাদ শিরোনামে পিভি সিন্ধু৷ এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷ চলতি মাসের শেষেই বিয়ে করতে চলেছেন ২৯ বছর বয়সী ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাইয়ের চার হাত এক হতে চলেছে শীঘ্রই৷
কবে বিয়ে? পাত্র কে?
সোমবারই সিন্ধুর (PV Sindhu) বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। আগামী ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করছেন সিন্ধু৷
আরও পড়ুন: IPL Auction: আইপিএল নিলামে সেরার সেরা Rishabh Pant, কোন খেলোয়াড়ের ঝুলিতে কত?
আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ২২ ডিসেম্বর বিয়ে৷ তার পর ২৪ ডিসেম্বর হায়দরাবাদে দুই পরিবারের পক্ষ থেকে বিশেষ রিসেপশনের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
তবে বিয়ের পর খেলা থেকে একেবারের জন্য বিদায় নিচ্ছেন না সিন্ধু (PV Sindhu)। জানুয়ারি মাস থেকেই ফের কোর্টে নামবেন তিনি৷ সিন্ধুর বাবা জানান, জানুয়ারি থেকে ফের খেলার চাপ বাড়বে, তাই বিয়েটা সেরে ফেলছেন সিন্ধু৷