সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা আদালতে ওঠার ঠিক ২৪ ঘণ্টা আগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা হল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ন্যাসীর জামিন মামলার শুনানি হওয়ার কথা। চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
কী জানা গিয়েছে?
এদিকে জানা যাচ্ছে, মামলা ওঠার ঠিক আগেই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলা হয়৷ ইসকন-এর মুখপাত্রের প্রকাশ করা তথ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷ জীবন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি!
আরও পড়ুন: Kolkata Protest: কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধন্ধুমার, মাথা ফাটল পুলিশের
ইকসনের মুখপাত্র রাধারমন দাসের কথা অনুযায়ী, ওই আইনজীবীর ওপর ভয়াবহ হামলা হয়৷ আপাতত তিনি আইসিইউতে ভর্তি। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন রাধারমন দাস।
রাধারমন দাস এক্স হ্যান্ডেলে লেখেন, ”আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র ‘ভুল’ হল তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে সওয়াল করেছিলেন।”
মঙ্গলবার চট্টগ্রাম দায়রা আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জির শুনানি হওয়ার কথা। তবে যতদূর জানা যাচ্ছে, কোনও আইনজীবী হয়তো তাঁর পক্ষে সওয়াল করবেন না।