Wednesday, December 4, 2024
HomeBreakingAparajita Bill: কেন্দ্রকে নিশানা করে অপরাজিতা বিল ইস্যুতে রাজপথে তৃণমূল

Aparajita Bill: কেন্দ্রকে নিশানা করে অপরাজিতা বিল ইস্যুতে রাজপথে তৃণমূল

আরজি কর কাণ্ডে উত্তাল হয় বাংলা তথা গোটা দেশ৷ এই ঘটনার পর পরই বিধানসভায় পাশ করা হয় ‘অপরাজিতা’ বিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস তা দিল্লিতে পাঠিয়েও দেন, কিন্তু সেই বিল এখনও আইনে পরিণত হয়নি৷ আর এরই প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামে তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মিছিল হয়।

অন্য়দিকে আবার, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যাদবপুরে মিছিল করা হয়।

কে কে ছিলেন মিছিলে?

এদিন এই মিছিলে হাঁটেন শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, স্মিতা বক্সী, শ্রেয়া পাণ্ডে প্রমুখরা। কেন এখনও অপরাজিতা বিল আইনে পরিণত করা হয়নি, মিছিল থেকে সেই প্রশ্ন তোলেন শশী পাঁজারা।

আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের, কী বললেন বিধায়ক?

রাজ্যপাল বিলটি দিল্লিতে পাঠানোর পরেও কেটে গিয়েছে প্রায় দু’মাস, কিন্তু কেন্দ্রের কোনও হেলদোল না দেখানোর অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল৷ তাই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ঘোষিত দলের মহিলা সংগঠন পর পর দু’দিনের কর্মসূচিতে পথে নামে৷

এদিকে এই ধর্ষণবিরোধী আইন নিয়ে অভিষেক বলেন, “ওই বিল রাষ্ট্রপতি সই করে ছাড়লে গোটা দেশের জন্য আইন কার্যকর হবে। আলাদা করে কিছু লাগবে না। আর তা যদি না হয়, আমি প্রাইভেট মেম্বার বিল আনব। সে কেউ আমার পাশে কেউ থাকুন বা না থাকুন।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular