Friday, November 29, 2024
HomeBreakingKuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ

Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় এবার সিবিআইয়ের গ্রেফতারি থেকেও জামিন পেলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। সুপ্রিম কোর্ট এই জামিন মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে কুন্তলকে জামিন দিলেও কিছু শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই থেকেই জেলে রয়েছেন তিনি। এই নিয়োগ মামলায় এর আগে অনেকে জামিন পেয়েছেন৷ কিন্তু কুন্তল ঘোষের (Kuntal Ghosh) জামিন নাকচ হয়ে যায়৷

আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের, কী বললেন বিধায়ক?

কিন্তু দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও কেন ট্রায়াল শুরু হচ্ছে না! এই যুক্তিকেই সামনে রেখে জামিনের কথা বলা হয়। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার এজলাসে জামিন মামলার শুনানি ছিল। তবে কুন্তলের (Kuntal Ghosh) জামিনের শর্ত কী হবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular