দানার পর এবার Cyclone Fengal. ধেয়ে আসতে চলেছে নয়া ঘুর্ণিঝড়! বঙ্গোপসাগরে এই নতুন ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে চলেছে। মৌসম ভবন সূত্রে খবর, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবারই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আরও পড়ুন: WB Weather: শীতের আমেজের মাঝেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা বঙ্গে?
বাংলায় কতটা প্রভাব পড়তে পারে?
আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, ২৭ নভেম্বর এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ওপর সরাসরি প্রভাব না ফেললেও, পরোক্ষ প্রভাব পড়তে পারে৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে৷
উত্তরবঙ্গে, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত বাধাপ্রাপ্ত হতে পারে!