Monday, November 25, 2024
HomeBreakingUP: গুগল ম্যাপ ধরে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, নদীতে পড়ল গাড়ি!

UP: গুগল ম্যাপ ধরে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, নদীতে পড়ল গাড়ি!

উত্তরপ্রদেশে বরেলি এবং বদায়ুঁ জেলার সীমাতে ভয়াবহ দুর্ঘটনা! অনলাইনে ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে সোজা নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি৷ প্রাণ হারালেন ৩ জন৷

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, রামগঙ্গা নদীর ওপর ফরিদপুর-বদায়ুঁর দাতাগঞ্জকে যে সেতু যুক্ত করছে, সেই সেতুর কাজ অসম্পূর্ণ রয়েছে৷ এদিকে, শনিবার সেই সেতুতেই এই দুর্ঘটনা ঘটে৷ রবিবার গ্রামবাসীরা রামগঙ্গা নদীতে একটি গাড়িকে পড়ে থাকতে দেখে, তখনই বিষয়টা প্রকাশ্যে আসে৷

গাড়িতে সওয়ার তিন ব্যক্তির এই দুর্ঘটনাতে মৃত্যু হয়৷ গ্রামবাসীরা পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে তদন্তে নামে৷

আরও পড়ুন: Hit-and-Run: মর্মান্তিক! যুবককে ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেল BMW

পুলিশ সূত্রে খবর, অনলাইনে ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন ওই তিন ব্যক্তি৷ প্রায় ২৫ ফুট ওপর থেকে নিচে নদীতে পড়ে যান তাঁরা৷ যেখানে গাড়িটি পড়ে সেখানে নদিতে জলস্তর কম ছিল৷ তবে শেষরক্ষা হয়নি৷ তিনজনই প্রাণ হারান৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মৈনপুরীর বাসিন্দা কৌশল কুমার, ফররুখাবাদের বাসিন্দা বিবেক কুমার এবং অমিত কুমার৷ এই তিনজনই সিকিওরিটি গার্ডের কাজ করতেন৷ তাঁরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন৷ শর্টকাট রাস্তা ধরে তাঁরা ভায়া বরেলি হয়ে গাজিয়াবাদের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন৷ তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular