Friday, November 22, 2024
HomeBreakingLaapataa Ladies: জাপানে 'পাঠান', 'সালার'কে পিছনে ফেলে বক্স-অফিসে ঝড় তুলল ‘লাপতা লেডিজ’

Laapataa Ladies: জাপানে ‘পাঠান’, ‘সালার’কে পিছনে ফেলে বক্স-অফিসে ঝড় তুলল ‘লাপতা লেডিজ’

কিরণ রাও-এর ‘লাপতা লেডিজ’ ছবির জয়জয়কার হচ্ছে সর্বত্র৷ শুধু ভারতেই এর সাফল্য এখন আর সীমাবদ্ধ নেই৷ বিদেশের মাটিতেও একইভাবে ঝড় তুলছে এই ছবি৷ সম্প্রতি জাপানে অন্যান্য সাম্প্রতিক ছবির সাফল্যকে পিছনে ফেলে কিরণের এই ছবি এগিয়ে চলেছে বলে জানা গিয়েছে৷

বিদেশের মাটিতেও ‘লাপতা লেডিজ’-এর ক্যারিশমা

শেষ পাওয়া খবর অনুযায়ী, পাঠান এবং সালার- পার্ট ১, এই দুটি ছবির কালেকশনকে টপকে গিয়েছে ‘লাপতা লেডিজ’৷ তবে জাপানে হাইয়েস্ট-গ্রসিং ছবি হল এসএস রাজামৌলির RRR. তবে ‘লাপতা লেডিজ’ মানুষের মন জয় করতে যে সফল তা ইতিমধ্যেই প্রমাণিত, তাইতো অস্কার নমিনেশনে Best Foreign Film ক্যাটিগরিতেও ক্যাম্পেনিং করছে ‘লাপতা লেডিজ’৷

আরও পড়ুন: ফের বড় পর্দায় ‘Karan Arjun’, কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?

প্রসঙ্গত, ‘লাপতা লেডিজ’-এর ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ৩১কোটি৷ এর মধ্যে ভারত থেকেই এসেছে ২৫কোটি৷ মনে করা হচ্ছে, শীঘ্রই এই ছবিটি Baahubali: The Beginning এবং Bajrangi Bhaijaan ছবি দুটিকেও ছাপিয়ে যাবে৷

এই ছবিতে দুজন সদ্য বিবাহিতার জীবন তুলে ধরা হয়েছে৷ শ্বশুরবাড়ি যাওয়ার পথে কীভাবে রেলওয়ে স্টেশনে তাদের জীবনটাই আমূল বদলে যায়৷ কিছুটা কমেডি, কিছুটা ড্রামা, আর অনবদ্য গানে জমজমাট কিরণ রাওয়ের এই ছবি৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular