Tuesday, November 26, 2024
HomeBreakingTab Scam-এ 'জামতাড়া' যোগ! কী নির্দেশ দিলেন মমতা?

Tab Scam-এ ‘জামতাড়া’ যোগ! কী নির্দেশ দিলেন মমতা?

ট্যাব দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় বাংলায়৷ শুরু হয়েছে তদন্ত৷ এখনও পর্যন্ত ট্যাব কাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। জানা গিয়েছে, এই দুর্নীতির আঁতুড়ঘর নাকি উত্তর দিনাজপুরের চোপড়া! সূত্রের খবর, এর সঙ্গে জামাতাড়া গ্যাঙের যোগ পাওয়া গিয়েছে৷

সাংবাদিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও এই জামতাড়া গ্যাঙের উল্লেখ শোনা গেল৷ তাঁর অভিযোগ, “এই জামতাড়া গ্যাং-এর লোকেরা বিভিন্ন পার্টির ছত্রচ্ছায়া থেকে আসছে৷ তারা শপিং মলগুলিতে এসে তারা আড্ডা মারছে। আবারও কোথাও গেস্ট হাউস ভাড়া করে থাকছে৷ রাজনৈতিক দলের মানুষদের সঙ্গেও মিশছে, আবার তারা সাংবাদিকদের সঙ্গেও মিশছে৷” এদিন মুখ্যমন্ত্রী শপিংমলগুলিকে সতর্ক হওয়ার নির্দেশ দেন৷

এই দুর্নীতি রুখতে এদিন মমতা কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন৷ তিনি নির্দেশ দিয়ে বলেন, “প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার থাকবে। টাস্ক ফোর্সের বৈঠক করতে হবে। ১৬০০ কোটি টাকার ট্যাব আমরা দিই। ১৯০০-র মতো অ্যাকাউন্ট ফ্রড হয়েছে। জামতাড়া গ্যাং সকলের সঙ্গে মিশছে।”

আরও পড়ুন: Krishak Bandhu Scheme-এর টাকা শুক্রবারই পাবেন কৃষকরা? বড় ঘোষণা

ট্যাবকাণ্ডে জামতাড়া গ্যাঙের যোগ প্রসঙ্গে কী বললে মুখ্যমন্ত্রী, শুনুন-

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular