Monday, November 25, 2024
HomeBreakingWeather Updates: বঙ্গে গভীর নিম্নচাপের ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

Weather Updates: বঙ্গে গভীর নিম্নচাপের ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

জমিয়ে ঠাণ্ডা পড়তে এখনও কিছুটা সময় বাকি বঙ্গে৷ তবে তার মধ্য়েই নাকি মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণাবর্ত! জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷

কী জানা গিয়েছে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার নিম্নচাপ তার শক্তি আরও বাড়াতে পারে। এরপর এটি কোন দিকে এগোয় সেইদিকে এখন নজর রয়েছে হাওয়া অফিসের৷

তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ২৩ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে৷

আরও পড়ুন: Delhi Smog: ধোঁয়াশার চাদরে দিল্লি, ট্রেন-বিমান পরিষেবা বিঘ্নিত

এই নিম্নচাপ নিজের শক্তি আরও বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সোমবারের মধ্যে৷ তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট করা হয়নি৷

তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বলেই মনে করছেন তারা। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় হলে তার প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার উপকূলে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular