২০ নভেম্বর, বুধবার সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে (Maharashtra-Jharkhand Election)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন করেন। এক্স অ্যাকাউন্টে তিনি এই মর্মে পোস্টও করেন। বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
মোদীর বার্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সব আসনে ভোটগ্রহণ পর্ব চলবে। সকল ভোটারদের অংশগ্রহণে আবেদন করছি। তরুণ এবং মহিলা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে আর্জি জানাচ্ছি।’
মহারাষ্ট্রের পাশাপাশি ঝাড়খণ্ডবাসীকেও (Maharashtra-Jharkhand Election) ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। এক্ষেত্রে তিনি নতুন রেকর্ড গড়ে তোলার জন্যও উৎসাহ দেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় এবং শেষ পর্যায়ের ভোটগ্রহণ পর্ব চলছে। সকল ভোটারদের অংশগ্রহণ করে নতুন রেকর্ড গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তিনি সেই সব তরুণ ভোটারদেরও অভিনন্দন জানান, যাঁরা প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন
প্রসঙ্গত, বুধবার সকাল ৭টা থেকে মহারাষ্ট্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। একটি পর্বেই সম্পন্ন হবে এই ভোটগ্রহণ পর্ব। সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে। ২৮৮টি আসনে নির্বাচন হচ্ছে। প্রার্থী রয়েছেন মোট ৪,১৩৬ জন। এর মধ্যে নির্দলের সংখ্যা ২,০৮৬। বিজেপি ১৪৯টি, শিব সেনা ৮১টি, এনসিপি ৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে কংগ্রেস লড়ছে ১০১টি আসনে, উদ্ধব ঠাকরের শিব সেনা ৯৫ আসনে এবং শরদ পাওয়ারের এনসিপি ৮৬ আসনে লড়ছে। এদিকে বিএসপি ২৩৭টি আসনে লড়ছে। তালিকায় রয়েছে আরও ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দল। মহারাষ্ট্রের প্রায় ৯.৭কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছেন।
आज महाराष्ट्र विधानसभा चुनाव की सभी सीटों के लिए वोट डाले जाएंगे। राज्य के मतदाताओं से मेरा आग्रह है कि वे पूरे उत्साह के साथ इसका हिस्सा बनें और लोकतंत्र के उत्सव की रौनक बढ़ाएं। इस अवसर पर सभी युवा और महिला मतदाताओं से अपील है कि वे बढ़ चढ़कर वोट डालें।
— Narendra Modi (@narendramodi) November 20, 2024
আরও পড়ুন: G-20-তে বিশ্বনেতাদের মাঝে বড় বার্তা PM Modi’র, ক্ষুধার বিরুদ্ধে দিলেন লড়াইয়ের ডাক
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২য় পর্যায়
এদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় এবং শেষ পর্যায়। রাজ্যের ৩৮ আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। প্রথম পর্যায়ের ভোট হয় গত ১৩ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোটগণনা (Maharashtra-Jharkhand Election) রয়েছে আগামী ২৩ নভেম্বর।
झारखंड में आज लोकतंत्र के महापर्व का दूसरा और आखिरी चरण है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे इसमें बढ़-चढ़कर भागीदारी करें और वोटिंग का नया रिकॉर्ड बनाएं। इस अवसर पर पहली बार वोट डालने जा रहे अपने सभी युवा साथियों का मैं विशेष अभिनंदन करता हूं। आपका एक-एक मत राज्य की ताकत है।
— Narendra Modi (@narendramodi) November 20, 2024