Wednesday, January 29, 2025
HomeBreakingGSAT 20 Satellite: প্রথমবার মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের 'জিস্যাট ২০'

GSAT 20 Satellite: প্রথমবার মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের ‘জিস্যাট ২০’

এই প্রথমবার ইলন মাস্কের (Elon Musk) স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট ২০’ (GSAT 20 Satellite). ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে কৃত্রিম উপগ্রহটি পাড়ি দেয়।

GSAT 20 Satellite-এর খুঁটিনাটি

  • GSAT 20 Satellite-এর যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট।
  • এই বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের ওজন ৪ হাজার ৭০০ কেজি।
  • দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেবে এটি।
  • এছাড়া মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধাও দেবে এই স্যাটেলাইটটি।

আরও পড়ুন: PM Modi US Visit: মোদী ম্যাজিক! আমেরিকা থেকে দেশে ফিরছে প্রায় ৩০০ পুরাকীর্তি

GSAT 20 Satellite-এর এই ঐতিহাসিক উৎক্ষেপণ প্রসঙ্গে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান Radhakrishnan Durairaj বলেন, ‘উৎক্ষেপণ সফল হয়েছে। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular