Tuesday, December 3, 2024
HomeBreakingTab Scam: 'এই ধরনের দুর্নীতি বরদাস্ত নয়', ট্যাব-কাণ্ড প্রসঙ্গে বললেন মমতা

Tab Scam: ‘এই ধরনের দুর্নীতি বরদাস্ত নয়’, ট্যাব-কাণ্ড প্রসঙ্গে বললেন মমতা

গত কয়েকদিন ধরে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির জাল ছড়ানোর খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছিল। কলকাতা পুলিশ সূত্রে দাবি, ট্যাব-জালিয়াতির (Tab Scam) তদন্তে দেখা যাচ্ছে, বেশিরভাগ টাকা ঢুকেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষাণগঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে। ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাংলার৷

ট্যাবকাণ্ড প্রসঙ্গে মমতার বক্তব্য

ট্যাব দুর্নীতি (Tab Scam) নিয়ে যখন ক্রমশই পারদ চড়ছে তখন মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ শুক্রবার তিনি বলেন, ঘটনার তদন্তের জন্য Special Investigation Team গঠন করা হয়েছে৷ প্রশাসন এই ধরনের দুর্নীতির বরদাস্ত করবে না এবং এক্ষেত্রে “rough and tough” পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানান তিনি৷

আরও পড়ুন : Bhatpara: উপনির্বাচনেও রক্তাক্ত ভাটপাড়া, গুলিতে নিহত তৃণমূল নেতা

মুখ্যমন্ত্রী এও আশ্বাস দেন যে, যে সব পড়ুয়ারা ‘Taruner Swapna’ প্রোজেক্টের ট্যাবের টাকা হাতে পায়নি তারা শীঘ্রই সেই টাকা পাবে৷

প্রসঙ্গত, ‘তরুণের স্বপ্ন’ প্রোজেক্টের আওতায় রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে বরাদ্দ করেছে মমতা সরকার৷ ২০২১ সালে এই প্রকল্প চালু হয়৷

প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে ট্যাবের টাকা তুলে দেওয়া হচ্ছিল৷ পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে একাদশ শ্রেণির পড়ুয়ারাও এই সুবিধা পাবে৷

পুলিশি তদন্তে উঠে এসেছে, ১৫টি জেলার কমপক্ষে ১,৩৫০ পড়ুয়া ট্যাবের টাকা পায়নি৷ এই টাকা হ্যাক (Tab Scam) হয়ে অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ ওঠে৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular