Thursday, October 17, 2024
HomeBreakingNayab Singh Saini: হরিয়ানায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নয়াব সিং সাইনির

Nayab Singh Saini: হরিয়ানায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নয়াব সিং সাইনির

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন বিজেপির নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)৷ বৃহস্পতিবার হরিয়ানার পঞ্চকুলার দশেরা ময়দানে সাইনিকে শপথবাক্য পাঠ করান হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়৷ সাইনির সঙ্গে তাঁর মন্ত্রীরাও এদিন শপথগ্রহণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা।

আরও পড়ুন: Modi on Haryana Result: হরিয়ানায় ঐতিহাসিক হ্যাটট্রিক বিজেপির, কী বললেন মোদী?

এবারের নির্বাচনে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় ভারতীয় জনতা পার্টি। একটানা ক্ষমতায় থাকা বিজেপি হরিয়ানায় জয়ের হ্যাটট্রিকের নতুন নজির গড়ে তোলে। প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের ঝুলিতে আসে ৩৭টি আসন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি যখন ক্ষমতায় আসে, সে সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হয়েছিল মনোহর লাল খট্টরকে। ২০১৯ সালেও তিনিই মুখ্যমন্ত্রী হন৷ তবে চলতি বছরের গোড়ার দিকে মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন৷ এরপর নয়াব সিং সাইনিকে (Nayab Singh Saini) হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular