Saturday, November 23, 2024
HomeBreakingSubho Bijoya 2024: সকলকে বিজয়ার প্রীতি-শুভেচ্ছা, একনজরে জেনে নিন ২০২৫-এর পুজোর সূচি

Subho Bijoya 2024: সকলকে বিজয়ার প্রীতি-শুভেচ্ছা, একনজরে জেনে নিন ২০২৫-এর পুজোর সূচি

চলতি বছরের দুর্গাপুজো সম্পন্ন হল। গত এক মাস ধরে উত্‍সবের যে প্রস্তুতি চলছিল, তার অবসান হল। পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে গেলেন কৈলাশে স্বামী মহাদেবের কাছে। তাই মন খারাপ সকলের৷

বিজয়া কেন বলা হয়?

এই বিজয়া দশমীতেই মা-এর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিন। এই দিন প্রতিমা নিরঞ্জনের পর মিষ্টিমুখ করার রীতি রয়েছে। ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ করেন। আর বন্ধুদের মধ্যে হয় প্রীতি-শুভেচ্ছা বিনিময়।

পুরাণে মহিষাসুর বধের কাহিনি অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন। এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: Durga Puja 2024: ৩০০ বছরের প্রাচীন নদিয়ার নবদ্বীপের কংসবণিক পরিবারের দুর্গাপুজো

মা-এর বিদায়বেলায় মন শুধুই বলছে, আবার এসো মা। ফের একটা বছরের প্রতীক্ষা। তবে আনন্দের বিষয় এই যে, আগামী বছর পুজো এগিয়ে এসেছে কিছুটা।

২০২৫ সালের পুজোর সূচি

মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার)
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)
নবমী: ১ অক্টোবর (বুধবার)
দশমী : ২ অক্টোবর (বৃহস্পতিবার)
লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)
কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)
ভ্রাতৃদ্বিতীয়া: ২২ অক্টোবর (বুধবার)

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular