Thursday, October 17, 2024
HomeBreakingPM Modi: উৎসবের আবহে প্রধানমন্ত্রী মোদীর লেখনীতে 'গরবা' গান

PM Modi: উৎসবের আবহে প্রধানমন্ত্রী মোদীর লেখনীতে ‘গরবা’ গান

উৎসবের আমেজে মেতে আট থেকে আশি, আপামর দেশবাসী। আর এই আবহেই ‘গরবা’ গান রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গাকে সেই গান উৎসর্গ করলেন তিনি।

মোদীর লেখনীতে ‘গরবা’ গান

মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, নবরাত্রির পুন্যলগ্নে মানুষ বিভিন্নভাবে দুর্গোৎসব উদযাপনে ব্যস্ত। এই আনন্দের মুহূর্তে তিনি ‘গরবা’ গান লিখেছেন বলে জানান।

প্রসঙ্গত, এই ‘গরবা’ হল গুজরাটের লোকনৃত্য, যা দেবা অম্বা গরবার উপসনায়, বিশেষ করে নবরাত্রির সময় এটি পরিবেশিত হয়।

২০২৩-এর ডিসেম্বরে United Nations Educational, Scientific and Cultural Organization’র (UNESCO) Intangible Cultural Heritage (ICH) of Humanity’র Representative List-S গরবা-কে যুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: PM Modi US Visit: মোদী ম্যাজিক! আমেরিকা থেকে দেশে ফিরছে প্রায় ৩০০ পুরাকীর্তি

এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘ধন্যবাদ ধ্বানি ভানুশালী, তনিষ্ক বাগচি এবং @Jjust_Music-কে, আমার লেখা গরবার লিরিক্স এইভাবে তুলে ধরার জন্য৷ এই গান আমার অনেক স্মৃতি উসকে দিয়েছে৷ আমি বিগত কয়েক বছর আর লিখিনি৷ কিন্তু এবার একটি গরবা লেখার জন্য সময় বের করে নিয়েছিলাম৷ যেটা আমি নবরাত্রি চলাকালীন সকলের সঙ্গে ভাগ করে নেব৷’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular