মহালয়াতে বৃষ্টি দেখে অনেকের মনেই আশঙ্কা, পুজোতেও কি ভিজবে বাংলা? তবে পুজোর মুখে বাংলায় ফের ভারী বৃষ্টির (West Bengal Weather) সতর্কবার্তা শোনালেন আবহবিদরা।
কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, উৎসবে বাধা সৃষ্টি করতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই বাংলাতে ভারী বৃষ্টির (West Bengal Weather) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর দিনগুলিতে ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কোনও না কোনও এলাকায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (West Bengal Weather) হতে পারে।
শুক্রবার দুই ২৪ পরগনাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনি এবং রবিবারে কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পঙের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।