কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এর মধ্যেই সঞ্জয় রাউতকে কেন্দ্র করে উদ্ধব ঠাকরে শিবির বড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি নেতার স্ত্রী’র করা মানহানি মামলায় ‘বিপাকে’ সঞ্জয় রাউত!
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, বিজেপি নেতার স্ত্রী ড. মেধা সোমাইয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল সঞ্জয় রাউতের বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগেই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন সঞ্জয়। এরপরই ২০২২ সালে সঞ্জয় রাউতের বিরুদ্ধে মানহানির মামলা করেন ড. মেধা সোমাইয়া।
আরও পড়ুন: Supreme Court: দেশের কোনও অংশকে পাকিস্তান বলা যাবে না: শীর্ষ আদালত
মানহানির মামলায় সঞ্জয়ের কাছ থেকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন বিজেপি নেতার স্ত্রী। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ সঞ্জয় দাখিল করতে পারেননি বলে দাবি করে এই পদক্ষেপ নেন ড. মেধা সোমাইয়া।
জানা গিয়েছে, বুধবার উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউতকে ১৫ দিনের জেল ও ২৫ হাজার টাকা জরিমানার সাজা দিয়েছে মুম্বইয়ের একটি আদালত।