প্রায় ২ বছর পরে বীরভূমে বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে ছিলেন তিনি। জামিন পাওয়ার পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। মেয়ে এবং ঘনিষ্ঠ আরও কয়েক জন নেতাসহ সকাল ৯টা নাগাদ সড়কপথে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন অনুব্রত।
নিচুপট্টির বাড়িতে উৎসবের আমেজ
এদিন সকালে বীরভূমের বাড়িতে যখন পৌঁছন অনুব্রত মণ্ডল, তখন সেখানে যেন উৎসবের আমেজ। অনুগামীদেরা পুষ্পবৃষ্টি করতে থাকেন। মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকেন কেষ্ট। বাড়ি ফিরেই সংবাদ মাধ্যমের কাছে নিজের মনের কথা ব্যক্ত করেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালবাসেন বলে জানান।
আরও পড়ুন: Anubrata Mondal: প্রশাসনিক বৈঠকে বীরভূমে মমতা, মঙ্গলে কেষ্টর সঙ্গে সাক্ষাতের জল্পনা!
এদিকে, অনুব্রত বাড়িতে পা রাখার আগেই তাঁর নিচুপট্টির বাড়ি মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে। তাঁকে স্বাগত জানাতে তাঁর বাড়ির সামনে কার্যত উপচে পড়া ভিড়। ঘনিষ্ঠরা তো রয়েছেনই, সেই সঙ্গে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের নেতা কর্মীরা।
প্রসঙ্গত, মঙ্গলবারই আবার বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটপর্ব শেষ হওয়ার পর এখন একের পর এক বৈঠক করছেন তিনি। তাই মমতা বীরভূমের বৈঠকে অনুব্রত উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে!