ফের ট্রেন দুর্ঘটনা! এবার জলপাইগুড়িতে লাইনচ্যুত হল মালগাড়ি। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির ৫টি কামরা লাইনচ্যাতু হয়। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।
কী ঘটেছে?
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৬টা নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল মালগাড়িটি। হঠাৎই জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন, মালগাড়িটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা। কীভাবে ঘটল এই ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর।
ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে?
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। এছাড়া, আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। নির্দিষ্ট সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলতে শুরু করে দুরপাল্লার একাধিক ট্রেন।
আরও পড়ুন: Train Accident: ফের দুর্ঘটনা, লাইনচ্যুত মালবাহী ট্রেনের ২৫টি কামরা
উল্লেখ্য, সম্প্রতি রাঙাপানি স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি। তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গেই। কেন বারবার ঘটছে দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।