অস্কারের মঞ্চে যেতে চলেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। জল্পনা আগেই ছিল। তাতেই সিলমোহর পড়ল। ২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর নাম ঘোষণা করা হয়েছে ৷ ২৯টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে এই ছবির নাম তুলে ধরা হয়েছে।
কোন কোন ছবি ছিল এই দৌড়ে?
বলিউডের সুপারহিট ছবি রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল যেমন এই প্রতিযোগিতায় ছিল, তেমনই জাতীয় পুরস্কার বিজয়ী মালয়ালম ছবি আট্টামও ছিল তালিকায়। এছাড়া ছিল, অল উই ইমাজিন অ্যাজ লাইট, তামিল চলচ্চিত্র মহারাজা, তেলুগুর কল্কি ২৮৯৮ এডি, বীর সাভারকর এবং আর্টিকল ৩৭০-সহ মোট ২৯টি ছবি।
আরও পড়ুন : Miss Universe 2024 প্রতিযোগিতার মঞ্চে ভারতের হয়ে লড়বেন Rhea Singha
উল্লেখ্য, গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক আবার আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি হয় এই ছবি। তবে বক্স-অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি ছবিটি। পরবর্তীকালে OTT-তে তা মুক্তি পায়, এবং সমালোচক থেকে শুরু করে দর্শকদের মন জয় করে নেয় ‘লাপাতা লেডিজ’। এবার অস্কারের মঞ্চে ‘লাপাতা লেডিজ’-এর ম্যাজিক কাজ করে কিনা সেটাই দেখার।