Sunday, November 24, 2024
HomeBreakingWest Bengal Weather: একটানা বৃষ্টিতে পুজোর মুখে ভাসবে বাংলা?

West Bengal Weather: একটানা বৃষ্টিতে পুজোর মুখে ভাসবে বাংলা?

পুজোর আগে কি ফের বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বাংলায়? জানা গিয়েছে, সোমবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। আর এই নিম্নচাপের জেরে ফের বাংলায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

কী জানা যাচ্ছে?

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। ফলে পুজোর আগে বাংলার আকাশের ফের মুখ ভার হতে পারে। পুজোর আগে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিকা জেলা।

আরও পড়ুন: WB Weather: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা?

তবে আর্দ্রতা চরমে থাকায় অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গের আকাশও মেঘলা থাকবে বলে জানা গিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সেভাবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular