আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই-এর নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় তাঁকে। ওই তরুণীর বাড়ি নির্মল ঘোষের বিধানসভা এলাকায়। তাই তৃণমূল বিধায়ককে সিবিআই তলবের বিষয়ে পারদ চড়ছে!
সোমবার সকাল ১১টার আগেই নির্মল ঘোষ সিবিআই-এর দফতরে পৌঁছে যান। সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমে নির্মল ঘোষ জানান, কিছু নথি জমা দেওয়ার জন্যই তিনি সিবিআই দফতরে এসেছেন।
নির্মল ঘোষকে কেন তলব ?
সিবিআইয়ের দাবি, ভিডিও ফুটেজ অনুযায়ী, গত ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। সেদিন হাসপাতালে মর্গের আশেপাশে এবং শ্মশানেও নাকি দেখা গিয়েছিল তাঁকে। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারের ক্ষেত্রেও নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথা প্রকাশ্যে এসেছে।
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, তদন্তে জানা গিয়েছে, দেহ উদ্ধারের দিন সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলেছিলেন নির্মল ঘোষ।
আরও পড়ুন: RG Kar News: ‘আমার খুব খারাপ লেগেছে’, মমতার কথায় কষ্ট পেলেন তিলোত্তমার মা
এখানেই শেষ নয়, হাসপাতাল থেকে নির্যাতিতার নিথর দেহ তাঁর সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন মৃতদেহ শ্মশানে পোড়ানোর ক্ষেত্রে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই নির্মল ঘোষই। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পড়ায় সিবিআই-এর স্ক্য়ানারে চলে আসেন নির্মল ঘোষ।