দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন উরগেন তামাং৷ রাশিয়ায় ‘ভাড়াটে সৈন্য’ হয়ে আটকে পড়েছিলেন কালিম্পঙের বাসিন্দা উরগেন তামাং (Urgen Tamang)। শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান। এক দীর্ঘ কঠিন সময় পেরিয়ে এসে বিমানবন্দরে স্ত্রী অম্বিকা ও দুই সন্তানকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন উরগেন৷
কী জানা যাচ্ছে?
উর্গেন তামাং (Urgen Tamang) হলেন ভারতের প্রাক্তন সেনা। তিনি কালিম্পঙের বাসিন্দা। অবসর গ্রহণের পর রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজে নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন। চাকরি নিয়ে ওই দেশের সঙ্গে তেমনই কথা হয়েছিল। সেই অনুযায়ী দিল্লির এক এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয়৷ মোটা বেতনের চাকরির প্রস্তাব পেয়ে রাশিয়া পাড়ি দেন তিনি৷
আরও পড়ুন: Bengal Flood-like Situation: ডিভিসি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদীকে চিঠি মমতার
কিন্তু রাশিয়া পৌঁছতেই তাঁকে (Urgen Tamang), ‘ভাড়াটে সৈন্য’ হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়। তাঁকে এবং তারপর থেকেই বদলে যায় পরিস্থিতি৷ সে দেশেই আটকে পড়েন উরগেন। তারপর অনিশ্চয়তার মধ্যে দিয়ে রেটেছে প্রতিটি মুহূর্ত। অবশেষে বহু ঝড়-ঝাপটার পর, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে বাড়ি ফিরলেন উরগেন৷
শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামার পরেও উরগেনের মুখে ছিল আতঙ্কের ছাপ। উরগেন (Urgen Tamang) বলেন, ‘কালিম্পং পুরসভার চেয়ারম্যান এবং পরিবারের সকলের প্রার্থনায় আমি আজ দেশে ফিরতে পারলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে দেশে ফেরার আবেদন জানিয়েও কিছু হয়নি। এবার দেশে ফিরেছি, আনন্দ লাগছে।’