আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা যেমন দেবেন তিনি, তার পাশাপাশি চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভাতেও যোগ দেবেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার এই বিষয়ে জানানো হয়েছে।
মোদীর কর্মসূচি:
জানা গিয়েছে, চতুর্থ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন মোদী (PM Modi)। ভারত ছাড়াও আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই সামরিক অক্ষ বা ‘কোয়াড’-এর শরিক।
এরপর, ২২ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদী (PM Modi) নিউইয়র্কে আসবেন। মার্কিন-ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশে বক্তৃতা দেবেন তিনি। বিভিন্ন মার্কিন কম্পিউটিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজি সংস্থার সিইওদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
আরও পড়ুন: ‘One Nation, One Election’ : ‘এক দেশ-এক নির্বাচনে’ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
এরপর, ২৩ সেপ্টেম্বর, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের শীর্ষ সম্মেলন’ শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন মোদী (PM Modi)। এই অনুষ্ঠানে বিশ্বের বেশ কয়েকটি দশের রাষ্ট্রনেতারাও উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, এই শীর্ষ সম্মেলনের মাঝেই, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদীর।