ফের রেল দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির ২৫টি কামরা। উত্তরপ্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ট্রেনটি। যাত্রীবাহী ট্রেন হলে বড়সড় ক্ষতি হতে পারত বলে মনে করছেন অনেকেই। মালগাড়ির ২৫টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ায় বহু ট্রেন দেরিতে চলছে।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে হঠাৎই মালগাড়ির ২৫টি কামরা লাইন থেকে ছিটকে যায়।
আরও পড়ুন : Jharkhand Train Accident : চক্রধরপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত ২
রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে ট্রেন দেরিতে চলছে। ১২টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, মথুরা ও দিল্লির মধ্যে চার নম্বর লাইনটি চালু করা হয়েছে। বাকি তিনটি লাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ত্রাণ দল ও আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।