প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে সদর্থক উদ্যোগও নেওয়া হচ্ছে৷ এমতাবস্থায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার জন্য আবেদন জানালেন অভিষেক৷
জুনিয়র ডাক্তারদের উদ্বেগ ‘বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত’ বলেও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দফতরে রদবদলের পর জুনিয়র ডাক্তারদের প্রতি অভিষেকের আবেদন, এ বার কর্মবিরতি তুলে নিয়ে তাঁরা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেন।
আরও পড়ুন: RG Kar Case: একনজরে আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের বার্তা
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সব দাবিদাওয়া সমর্থন করেছি। তাঁদের অধিকাংশ দাবিদাওয়া যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে, নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। এছাড়া রাজ্য সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদফতরে রদবদল করেছে।’ অভিষেকের আবেদন, ‘এর পর সৌজন্য দেখিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা বিবেচনা করে দেখা উচিত।’
Since day one, I have supported the doctors in their concerns regarding safety and security, and I have always maintained that most of their concerns, barring a few, are valid, sensible and justified. As per the SC's directions and the GoWB’s submission before the SC yesterday,…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 18, 2024
উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হলে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বিকেলের মধ্যেই পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনে বদল করে নবান্ন। তার পর দফায় দফায় বৈঠক করেন ডাক্তারেরা। পরে ঘোষণা করেন, তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।