ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বারবার নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন৷ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই ধারা অব্যাহত৷ বিশ্বের তিনি প্রথম ব্যক্তি যিনি নেট দুনিয়ায় ১ বিলিয়ন ফলোয়ার্স লাভ করলেন।
কী জানা যাচ্ছে?
গ্লোবাল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভক্ত সংখ্যা অগণিত৷ সোশ্যাল মিডিয়াতে তাঁকে ফলো করেন কোটি কোটি মানুষ৷ সেই সংখ্যাই এবার পৌঁছল ১ বিলিয়নে৷ রোনাল্ডোর ইনস্টাগ্রামে রয়েছে প্রায় ৬৩৯ মিলিয়নের বেশি ফলোয়ার্স, আবার ফেসবুকে রয়েছে ১৭০ মিলিয়ন ফলোয়ার্স, এক্স হ্যান্ডেলে এই সংখ্যা ১১৩ মিলিয়ন, এবং ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছেন ৬০.৫মিলিয়ন৷
আরও পড়ুন: Tennis Ball Transformation: উইম্বলডনে সাদা বলের জায়গায় কবে, কেন হলুদ বল এল জানেন?
উল্লেখ্য, তাঁর ইউটিউব চ্যানেলটি বয়স কিন্তু একদমই বেশি নয়৷ লঞ্চের প্রথম দিনেই এর সাবস্ক্রাইবার হয় ১৫ মিলিয়ন এবং প্রথম সপ্তাহ শেষে সেই সংখ্যা পৌঁছয় ৫০মিলিয়নে৷
এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে তিনি (Cristiano Ronaldo) তাঁর এই রেকর্ডের কথা শেয়ার করেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন ভক্তদের কাছে৷ এতটা সমর্থন-ভরসাতে তিনি যে আপ্লুত তাও জানান তিনি৷ রোনাল্ডো জানান, ‘আমরা ইতিহাস রচনা করেছি- ১ বিলিয়ন ফলোয়ার্স৷ এটা একটা নম্বরের থেকে অনেক বড় কিছু৷ এটি আমাদের ফুটবলের প্রতি আবেগ এবং ভালোবাসার একটি প্রমাণ৷’
তিনি (Cristiano Ronaldo) আরও জানান, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে সবসময় আমি আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। আপনার সব পরিস্থিতিতে আমার পাশে ছিলেন। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।’
We’ve made history — 1 BILLION followers! This is more than just a number – it’s a testament to our shared passion, drive, and love for the game and beyond.
From the streets of Madeira to the biggest stages in the world, I’ve always played for my family and for you, and now 1… pic.twitter.com/kZKo803rJo
— Cristiano Ronaldo (@Cristiano) September 12, 2024