এক মাস পার হয়ে গিয়েছে! এখনও আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ‘সুবিচার’ মেলেনি। পরিবারের সদস্যরা এবং আপামর জনতা বিচারের দাবিতে পথে নেমেছে৷ রাত দখলের কর্মসূচিতে হাতে হাত মিলিয়েছে নারী-পুরুষ নির্বিশেষে সকলে৷ এমন অশান্ত অবস্থায় এবার কলকাতায় এসে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
জানা গিয়েছে, সাংগঠনিক কারণে দু’দিনের সফরে শনিবার কলকাতায় এসেছিলেন আরএসএস প্রধান। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের একটি অনুষ্ঠানে রবিবার তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রশ্নোত্তর-পর্বে উঠেছিল আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ। সেখানেই নিজের মতামত ব্যক্ত করেন তিনি৷
আরও পড়ুন: CV Ananda Bose: বিনীতের অপসারণ নিয়ে Mamata-কে মন্ত্রিসভার বৈঠকের নির্দেশ রাজ্যপালের
কী বলেছেন মোহন ভাগবত?
আরজি করের ঘটনায় রাজ্য সরকারের আরও কড়া পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন মোহন ভাগবত৷ তিনি বলেছেন, ‘যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। ভারতীয় সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃশক্তি হিসেবে বন্দনা করেছে। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ন হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত হয়েছে। সেই ভারতে কী করে এই ঘটনা ঘটে? নাগরিকদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন।’
উল্লেখ্য, আজ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। আপাতত সেদিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা গোটা দেশ।