Sunday, November 24, 2024
Homeরাজ্যRG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও

RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও

তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গিয়েছে আরজি কর-কাণ্ডের (RG Kar Protest) পর। তদন্তভার সিবিআই নিলেও এখনও কাউকে গ্রেফতার বা আটক হয়নি কেউ৷ তাই বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনে ঐক্যবদ্ধ বাংলা। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। রাজভবনের আলো নিভিয়ে এই প্রতিবাদে সাড়া দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।

উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা (RG Kar Protest) ঘটে। এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। তার আগে ‘বিচার পেতে আলোর পথে’র ডাক দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে কোনও প্রদীপ বা মোমবাতি নিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান তাঁরা। মানব বন্ধন গড়ার আহ্বানও জানান তাঁরা৷

আরও পড়ুন : Aparajita Bill : কী রয়েছে অপরাজিতা বিলে?

বুধবারই শ্যামবাজারে আলাদা করে প্রতিবাদের ব্যবস্থা হয়েছিল। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির নীচে মোমবাতি, প্রদীপ হাতে প্রতিবাদে সামিল হন বহু মানুষ । সবাই গেয়ে ওঠেন, “আমরা করব জয়…”। বুধবার রাতে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডেও মোমবাতি হাতে প্রচুর মানুষ উপস্থিত হন, প্রতিবাদে গর্জে ওঠেন৷

বুধবার রাতে যে প্রতিবাদে সামিল হলেন সকলে সেই প্রতিবাদের ভাষা আগে দেখেনি কলকাতা। বাংলার বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় আলো নিভিয়ে দেন সাধারণ মানুষ। মোমবাতি জ্বেলে তাঁরা বেরিয়ে আসেন রাস্তায়। কারোর হাতে মশাল, কারোর হাতে আবার প্রদীপ। প্রতিবাদের এই নতুন ভাষায় একাত্ম হলেন বাংলার মানুষেরা৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular