Saturday, November 23, 2024
HomeদেশGujarat Rain: প্রবল বৃষ্টিতে গুজরাটে বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা

Gujarat Rain: প্রবল বৃষ্টিতে গুজরাটে বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা

প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটের (Gujarat Rain) বিস্তীর্ণ এলাকায়। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৮ হাজারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

IMD’র সতর্কবার্তা

আইএমডি প্রবল বৃষ্টির (Gujarat Rain) পূর্বাভাস দিয়ে বৃহস্পতিবার গুজরাটের ১১টি জেলায় লাল সতর্কতা জারি করেছে। আরও ২২ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি।

গুজরাটের পরিস্থিতি

গুজরাটের বর্তমান পরিস্থিতিতে (Gujarat Rain) বিগত তিন দিনে ২৮ জনের প্রাণ গিয়েছে। প্রায় ১৮,০০০ জনকে বন্যা-কবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারও গুজরাটের ১১টি জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : Nepal : নেপালের নদীতে পড়ল ভারতের বাস, মৃত ১১

গুজরাট সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মরবি, ভাদোদরা, ভারুচ, জামনগর, আরাবল্লী, পঞ্চমহল, দ্বারকা, দাঙ জেলাতে একজন করে মারা গিয়েছে। আনন্দ জেলাতে ৬জন, আমেদাবাদে ৪জন, গান্ধীনগর, খেড়া, মাহিসাগর, দাহোড় এবং সুরেন্দ্রনগর জেলাতে ২জন করে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া, বেশ কয়েকজন নিখোঁজ।

সূত্রের খবর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিস্থিতি সম্পর্কে (Gujarat Rain) অবহিত হন। এবং কেন্দ্রের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। জোরকদমে উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular