আরজি কর-কাণ্ডে (RG Kar News) ফুঁসছে গোটা দেশ। যার রেশ ছড়িয়ে পড়েছে বিদেশেও। চিকিৎসক তথা মহিলাদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে, বিচারের দাবিতে পথে নেমেছে আট থেকে আশি। আদৌ কি বিচার পাবে নিহত তরুণী চিকিৎসক, এই প্রশ্ন যখন অনেকের মনে উঁকি দিচ্ছে, ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বাংলার মাটিতে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপে ব্যস্ত। ঠিক তারই মাঝে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, ‘একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সিবিআই তদন্ত করছে। কেউ কেউ এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, কিন্তু তাতে কিছু লাভ হবে না।’
এদিকে, আরজি কর-কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। আর এই অভিযানকেই সমর্থন করার বিষয়ে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন। তাই মেঘের আড়ালে লুকিয়ে তির চালাচ্ছেন। সামনে এসে লড়ার সৎ সাহস নেই, পুলিশকে সামনে করছেন।
আরও পড়ুন : RG Kar-কাণ্ড থেকে শিক্ষা নিল রাজ্য? মহিলাদের নিরাপত্তায় ‘Rattirer Saathi’ প্রকল্প
সোমবার সাংবাদিক সম্মেলনে সুকান্ত এও বলেন, ‘বিজেপি এই আন্দোলনের উদ্যোক্তা নয়। তবে এই ধরনের যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে বিজেপি-র সমর্থন আছে। থাকবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিজেপি এতে অংশগ্রহণ করবে না’ তিনি আরও বলেন, ‘মমতা ব্যানার্জি লাশের রাজনীতি করেন। বিজেপি চুপ করে বসে থাকবেনা, প্রয়োজনে বিজেপি পথে নামবে।’
এদিকে, ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ তৃণমূলের। ‘বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমজনতাকে প্ররোচনা দিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম’, এমনই অভিযোগ কুণাল ঘোষের।