সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার থেকে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং হুগলিতে।
কী জানা যাচ্ছে?
উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। তা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোচ্ছে। আগামী দুই তিন দিনে বাংলার উপর দিয়ে তা ঝাড়খণ্ডে যাবে।
আরও পড়ুন : Nepal : নেপালের নদীতে পড়ল ভারতের বাস, মৃত ১১
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৮ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ২৮ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এছাড়া, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।