ফের শিরোনামে বন্দে ভারত (Vande Bharat)৷ ট্রেনের খাবারে মিলল আরশোলা! এমনই অভিযোগ করলেন বন্দে ভারতের এক যাত্রী৷ জুন মাসেই একই ধরনের অভিযোগ সামনে এসেছিল৷ তখনও ট্রেনের খাবারের মান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল৷ দুমাসের মধ্যে এবার ডালের মধ্যে পাওয়া গেল আরশোলা৷
আরও পড়ুন : Mumbai : অনলাইনে অর্ডার করা আইসক্রিম থেকে বের হল কাটা আঙুল!
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলে এক ব্যক্তির পোস্ট ছড়িয়ে পড়ে৷ যেখানে তিনি ডালে আরশোলা ভেসে থাকার ছবি শেয়ার করেছিলেন৷ শিরডি থেকে মুম্বইয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি৷ ট্রেনের (Vande Bharat) খাবারে ডালের মধ্যে আরশোলা দেখতে পেয়ে তিনি অভিযোগ জানান৷ Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)-এ তিনি লিখিত অভিযোগ করেন৷
@AshwiniVaishnaw @eCateringIRCTC @IRCTCofficial @VSOMANNA_BJP @RavneetBittu we in vande bharat train now from shirdi to mumbai were eating dinner and found a dead cockrach in the dal…confirmed by the manager…given a written complaint 16103 dt 19.08.2014…is this new india..
— Rikki M Jeswani (@JeswaniRikki) August 19, 2024
বিষয়টি প্রকাশ্যে আসতেই ট্রেনের (Vande Bharat) খাবারের মান নিয়ে এবং তা কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ IRCTC এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে৷ এও জানায় যে, ‘গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। পরিষেবা প্রদানকারীকে জরিমানা করা হয়েছে। কোথায় রান্না হচ্ছে, তা পরিদর্শনের জন্য আধিকারিক পাঠানো হয়েছে।’