ফাইনালে উঠে অলিম্পিক ২০২৪ থেকে ছিটকে যান ভিনেশ ফোগটের (Vinesh Phogat)। এই খবর কার্যত গোটা দেশের কাছে ছিল বড় ধাক্কা। অলিম্পিকে ৫০ কেজি ওজনের মহিলাদের কুস্তি ফাইনালে আমেরিকার সারাহ হিল্ডেব্রান্টের বিরুদ্ধে লড়াইয়ে নামতেন ভিনেশ ফোগট। কিন্তু ভিনেশকে ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য প্রতিযোগিতায় ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। এরপরই অবসর ঘোষণা করলেন ভিনেশ। অলিম্পিকে বাতিল হওয়ার এক দিন পরই কুস্তিকে বিদায় জানান হরিয়ানার মেয়ে।
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
ইতিমধ্যেই ভিনেশ ফোগটের (Vinesh Phogat) পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ক্ষেত্রের সেলেব থেকে শুরু করে আমজনতা। আর এরইমধ্যে ভিনেশ প্রসঙ্গে হেমা মালিনীর মন্তব্য সমালোচনার ঝড় তুলে দিয়েছে। ধর্মেন্দ্র-পত্নী বলেন, ‘মহিলাদের বুঝতে হবে ১০০ গ্রাম ওজন বাড়াটাও কত খারাপ’! যদিও ভিনেশের ঘটনাতে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন : Vinesh Phogat : ‘আরও শক্তিশালী প্রত্যাবর্তন হোক’, ভিনেশের পাশে PM Modi
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ভিনেশের (Vinesh Phogat) রুপো পদকের আশা এখনও বেঁচে রয়েছে বলে জানা যাচ্ছে। তিনি পদক পাবেন কি পাবেন না সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। ভিনেশকে অযোগ্য ঘোষণার পরে, ভিনেশ CAS (কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস) এর কাছে নিজের অযোগ্যতার বিরুদ্ধে আপিল করেছেন। ফোগাটের মতে একটি সম্মিলিত রুপোর পদক তাঁকে দেওয়া উচিত।