Thursday, November 21, 2024
HomeখেলাPM Modi Mann Ki Baat : ‘প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করার...

PM Modi Mann Ki Baat : ‘প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করার আর্জি মোদীর

শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। এই অলিম্পিক্সে হকিতে জয় দিয়ে অভিযান শুরু করে ভারত৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ জয় পায় ভারত৷ অন্যদিকে, জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন ভারতীয় বক্সারেরাও। শনিবার মহিলাদের ৫৪ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-র ম্যাচে ভিয়েতমানের প্রতিযোগীকে দাঁড়াতেই দিলেন না প্রীতি। ৫-০ ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিলেন তিনি।

আরও অনেক পদকের আশায় রয়েছেন ভারতবাসী৷ এদিকে এরই মধ্যে দেশবাসীর কাছে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সমর্থনের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে (Mann ki Baat) দেশবাসীর কাছে আবেদন করলেন তিনি৷ রবিবার সকালে অনুষ্ঠানের ১১২তম পর্বে তাঁকে বলতে শোনা গেল, গোটা দেশের উচিত অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করা।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। মোদী বলেন, ”গোটা বিশ্ব এই মুহূর্তে প্যারিস অলিম্পিক নিয়েই আলোচনা করছে। আমাদের খেলোয়াড়দের কাছেও সুযোগ রয়েছে বিশ্বমঞ্চে তেরঙ্গাকে তুলে ধরার। দেশের জন্য কিছু করার সুযোগ তাঁদের সামনে। আপনাদের সকলের উচিত ওঁদের উৎসাহিত করা।” এর পাশাপাশি আন্তর্জাতিক ম্যাথামেটিক্স অলিম্পিকের বিজয়ী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করে অভিনন্দন জানান মোদী৷

আরও পড়ুন : Kargil Vijay Diwas 2024 : কার্গিল বিজয় দিবসের ‘রজতজয়ন্তী’, দ্রাসে শহিদ স্মরণে PM Modi

আজ রবিবার, ১১২ তম Mann ki Baat অনুষ্ঠানে প্যারিস অলিম্পিক এবং সাধারণ বাজেট নিয়ে জনগণের সামনে মোদী তাঁর মতামত তুলে ধরেন। এছাড়া নির্বাচন কমিশনকে সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিনন্দনও জানান তিনি৷

এছাড়া, এই Mann ki Baat অনুষ্ঠানে মাদক মোকাবিলায় মানস সেন্টার খোলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে মানস হেল্পলাইন ও পোর্টাল চালু হয়েছে। যে কেউ এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন বলে জানান তিনি৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular